প্রকল্প বাস্তবায়িত করতে বরাবরের মতো এ বারও রাজ্য সরকারের সহযোগিতা পাবেন বলে আশা করছেন কলকাতা মেট্রোরেলের কর্তারা।শুধু দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে প্ল্যাটফর্মের সম্প্রসারণই নয়, মেট্রোর জোকা-বিবাদী বাগ শাখার খিদিরপুর স্টেশনের প্রবেশপথ তৈরির জন্য আলিপুর বডিগার্ড লাইন্সের যতটা জমি অধিগ্রহণের প্রয়োজন হবে, তাতেও রাজ্যের পূর্ণ সহযোগিতা আশা করছে মেট্রো। বিবাদ নয়, স্বাস্থ্যকর আলোচনায় সমাধান-সূত্র মিলবে বলে মনে করছেন মেট্রো-কর্তারা।
দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে প্ল্যাটফর্ম সম্প্রসারণের জন্য জমি চেয়ে রাজ্য সরকারের কাছে নতুন করে চিঠি দিয়েছে রেল বিকাশ নিগম লিমিটেড (আরভিএনএল)। প্ল্যাটফর্ম সম্প্রসারণের জন্য দক্ষিণেশ্বর মন্দিরে যাওয়ার জন্য তৈরি স্কাইওয়াকটি ভাঙতে হতে পারে - এমন গুজব ছড়িয়ে পড়ে। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবারই তীব্র প্রতিক্রিয়া জানান। কোনও ভাবেই রাজ্য সরকার স্কাইওয়াক ভাঙার অনুমতি দেবে না বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি।এই পরিস্থিতিতে কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, 'এ পর্যন্ত যে কোনও কাজেই রাজ্য সরকারের পূর্ণ সহযোগিতা পেয়েছে মেট্রোরেল। আমরা আশা করছি, আগামী দিনেও তার ব্যতিক্রম হবে না। দক্ষিণেশ্বরে স্কাইওয়াক ভাঙতেই হবে, এমনটা নয়। প্ল্যাটফর্ম সম্প্রসারণের জন্য জমি চেয়েছে আরভিএনএল। কী ভাবে কাজ হবে, সেটা আরভিএনএল-এর প্রতিনিধিরা রাজ্য সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন।'
অন্য দিকে, কলকাতা মেট্রোর পার্পল লাইনের খিদিরপুর স্টেশনে ঢোকা ও বেরোনোর পথ তৈরির জন্যও রাজ্যের উপর পুরোপুরি নির্ভরশীল সংস্থা। স্টেশনের প্রবেশ ও প্রস্থানের জায়গা পড়েছে আলিপুর পুলিশ লাইনের চৌহদ্দিতে। এই অংশেও রাজ্যের থেকে জমি পেতে সমস্যা সমস্যা হবে না বলে আশা করা হচ্ছে।