মোমের মূর্তি দেখে আপ্লুত দেব

২০২৩- এর ক্রিসমাসে দেব-সৌমিতৃষার প্রধান এখনও দাপিয়ে বেড়াচ্ছে হলগুলিতে। সাফল্যের মাঝেই আরও এক চমক দেবের। আসানসোলের ওয়াক্স মিউজিয়ামে এবার দেবের মোমের মূর্তি। পরবর্তী ছবির শ্যুটিং লোকেশন রেইকি করতে গিয়ে আসানসোলের মহিশীলা কলোনিতে নিজের মূর্তি উন্মোচন করলেন বাংলার সুপারস্টার দেব।মঙ্গলবার সন্ধ্যায় ভাস্কর সুশান্ত রায়ের ওয়াক্স মিউজিয়ামে মূর্তি উন্মোচন করেছেন দেব। মোমের মূর্তি দেখে শিল্পী সুশান্ত রায়কে ধন্যবাদ জানান অভিনেতা। আসানসোলের ওয়াক্স মিউজিয়ামে মোমের মূর্তি দেখে খুশিতে আপ্লুত দেব। ওই মূর্তির সঙ্গে সেলফিও তুলতে দেখা যায় তাঁকে। মূর্তিমান দেবের পরনে রয়েছে সাদা রঙের টি-শার্ট আর নীল জিন্সের জ্যাকেট। সঙ্গে জিন্স। বুকে গোঁজা সানগ্লাস।

ওয়াক্স মিউজিয়ামে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মোমের মূর্তি। সেটিও খুব যত্নসহকারে দেখলেন দেব। শিল্পী সুশান্ত রায় বলেন, এই মোমের মূর্তি তৈরির আগে দেবের বাড়ি গিয়ে তার অনুমতি এবং দেবের উচ্চতা মাপ করে নিয়ে এসেছিলেন। মূর্তিটি তৈরি করতে সময় লেগেছে দেড়মাস। তারকা-সাংসদ দেবকে দেখতে মহিশীলা কলোনি এলাকায় ভিড় জমিয়েছিল সাধারণ মানুষ।


See More

Latest Videos