৭৫তম সাধারণতন্ত্র দিবসের থিম ছিল বিকশিত ভারত। প্রতিবছরের প্রথা মেনে কুচকাওয়াজের পরেই দিল্লির কর্তব্য পথে শুরু হয় ট্যাবলো প্রদর্শন। শুরুর দিকেই দর্শকদের সামনে উপস্থাপন করা হয় মণিপুরের ট্যাবলোটি। অধিকাংশ রাজ্যের মতোই মণিপুরও বিকশিত ভারতের ধারণাটি তুলে ধরতে নারী ক্ষমতায়নকে ব্যবহার করেছে।বরবারই নারীশক্তির উদাহরণ তুলে ধরেছে মণিপুর। এদিনও রাজ্যের অন্যতম ঐতিহ্য ইমা কিথেলের আদলে ট্যাবলো সাজিয়ে তুলেছিল উত্তর পূর্বের রাজ্যটি। ইমা কিথেল হল মণিপুরের বিখ্যাত বাজার। প্রায় ৫০০ বছর ধরে এই বাজারে সমানতালে কেনাবেচা চলছে। বাজারটি সম্পূর্ণরূপে মহিলাদের দ্বারা পরিচালিত। ইমা কিথেল হল বিশ্বের একমাত্র বাজার, যেটা পরিচালনার দায়িত্বে রয়েছেন মহিলারা। মণিপুরের এই ট্যাবলোটি সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে তুলে ধরেন মহিলারাই।উল্লেখ্য, এদিনের ট্যাবলোর অধিকাংশই নারী ক্ষমতায়নের বার্তা দিয়েছে। এছাড়াও ইসরোর ট্যাবলোয় উঠে এসেছে চন্দ্রযান ৩-এর সাফল্য। উত্তরপ্রদেশের ট্যাবলোয় তুলে ধরা হয়েছে রামমন্দিরের উদ্বোধন। জি-২০ সম্মেলন, নতুন সংসদ ভবন, নেতাজি সুভাষের নতুন মূর্তির ট্যাবলোও প্রদর্শন করা হল সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে।