বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এই মূর্তি তৈরির কাজ। প্রদীপ দিয়ে সুসজ্জিত রঙিন মূর্তি তৈরির কাজ সম্পন্ন হবে শনিবারেই
আট লক্ষ প্রদীপে তৈরি রামের মূর্তি





২২ জানুয়ারি অযোধ্যায় রাম-মন্দিরের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি। সরযূর তীরে প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার। ইতিমধ্যেই যা মেগা ইভেন্টের তকমা পেয়েছে। সেই উপলক্ষ্যে সেজে উঠছে কাকিনাড়াও।
কাকিনাড়ার ছ'নম্বর গলিতে একটি মাঠের মধ্যে আট লক্ষ প্রদীপ দিয়ে তৈরি হচ্ছে রামের মূর্তি। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এই মূর্তি তৈরির কাজ। প্রদীপ দিয়ে সুসজ্জিত রঙিন মূর্তি তৈরির কাজ সম্পন্ন হবে শনিবারেই, এমনটাই জানাচ্ছেন উদ্যোক্তারা।
কাকিনাড়ার একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এই সুসজ্জিত মূর্তিটি তৈরি হচ্ছে। ২২ জানুয়ারি এখানে দিনভর রামের পুজো অনুষ্ঠিত হবে। অযোধ্যায় ১৪ লক্ষ প্রদীপ দিয়ে ভাগলপুরের এই শিল্পী অনিল কুমার রায় অযোধ্যায় একই রকম রামের মূর্তি তৈরি করেছেন। ঠিক একইভাবে এখানে রামের মূর্তি তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক প্রিয়াঙ্গু পান্ডে।দিনরাত এক করে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন যখন সব প্রদীপ জ্বলে উঠবে তখন প্রচুর মানুষ দূর-দূরান্ত থেকে এসে ভিড় জড়াবেন বলে আশা সংগঠনের। প্রদীপের সঙ্গে বিভিন্ন রঙের ব্যবহার করে ফুটিয়ে তোলা হচ্ছে রামলালার মূর্তিটি । মোজাইক আর্ট এর মধ্য দিয়ে তৈরি করা হয়েছে রামলালাকে।